Filmstar : ওটিটিতে আগামী আকর্ষণের কেন্দ্রে কোন কোন সিরিজ, সিনেমা ?

  • 2 years ago
পালে লেগেছে দখিনা হাওয়া। বিনোদনের বক্স অফিস তাই এখন দক্ষিণমুখী। দক্ষিণ ভারতীয় ছবির বাজারই শুধু বেড়েছে তেমনটা নয়। দক্ষিণী-ইন্ডাস্ট্রিতে আনাগোনাও বেড়েছে বলিউড-টলিউডের তাবড় তারকাদের। ঐশ্বর্যা রাই বচ্চন থেকে শাহরুখ, সলমন,আমির - সবার দৃষ্টি এখন দক্ষিণে।

Recommended