Purba Bardhaman: প্রকল্পের উদ্ধোধন হলেও ঘরে জল পৌঁছয়নি, শুরু রাজনৈতিক তরজা। Bangla News

  • 2 years ago
ঘটা করে জল প্রকল্পের উদ্বোধন হয়েছে! কিন্তু সবার ঘরে জল পৌঁছয়নি! পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসির কুরকুবা পঞ্চায়েতের একাধিক গ্রামের বাসিন্দাদের অভিযোগ তেমনটাই। তারানগর, পিলগ্রাম, সিমুলিয়া বাসিন্দাদের একাংশ তাই পুকুরের জলই ব্যবহার করছেন! বিষয়টি নিয়ে বেধেছে বিতর্ক। গত ২৯ জুন দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক থেকে নানা প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার মধ্যে গলসি ২ নম্বর ব্লকের কুরকুবা পঞ্চায়েতে জয়কৃষ্ণপুর নলবাহিত জল প্রকল্পটিও ছিল। খরচ হয় ১ কোটি ৩ লক্ষ ৩৫ হাজার টাকা।  পূর্ব বর্ধমান জেলা প্রশাসন দাবি করেছিল, এই প্রকল্পের উদ্বোধনের সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি পৌঁছে যাবে জল। উপকৃত হবেন জয়কৃষ্ণপুর-সহ সংলগ্ন মৌজার প্রায় ৫ হাজার ৯৬৮ জন বাসিন্দা । কিন্তু, গ্রামবাসীদের দাবি, বাস্তবে ঘটেছে এর উল্টোটাই!