Biman Basu: বামফ্রন্টের চেয়ারম্যান থাকছেন বিমান বসুই। Bangla News

  • 2 years ago
অন্যান্য সব কমিটি থেকে বিদায় নিলেও বামফ্রন্টের চেয়ারম্যান থাকছেন বিমান বসুই। বুধবার রাজ্য কমিটির বৈঠকে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর আগে বামফ্রন্টের চেয়ারম্যান পদে তিরাশি বছরে পা দেওয়া বিমান বসুকেই রাখার দাবি করেছিল শরিক দলগুলি। সূত্রের খবর, বিমান বসু নিজে খুব একটা রাজি ছিলেন না। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শেষপর্যন্ত তাঁকে রাজি করানো সম্ভব হয়েছে। এদিকে মঙ্গলবার থেকে শুরু হওয়া রাজ্য কমিটির বৈঠকে জেলাভিত্তিক বিভিন্ন কর্মসূচি ও পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Recommended