Calcutta Highcourt: ঝাড়গ্রামের এসপি ও অ্যাডিশনাল এসপি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করল হাইকোর্ট। Bangla News

  • 2 years ago
শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে যেতে বাধাদানের অভিযোগ সংক্রান্ত মামলায় এবার রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের এসপি ও অ্যাডিশনাল এসপি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করল হাইকোর্ট। ৩০ জুলাই হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। দিতে হবে শোকজের জবাব। অভিযোগ, জানুয়ারি মাসে শুভেন্দু অধিকারীকে নেতাই যেতে বাধা দেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার। ডিজিপি ও এসপি-র নির্দেশে তিনি শুভেন্দু অধিকারীকে ফিরিয়ে দেন বলে অভিযোগ। বিরোধী দলনেতা রাজ্যের যে কোনও প্রান্তে যেতে পারেন। তার জন্য রাজ্য প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। একটি মামলায় আদালতকে আশ্বস্ত করেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। কিন্তু নেতাইয়ে যেতে শুভেন্দুকে বাধাদানের অভিযোগে আদালত অবমাননার মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতেই রুল জারি করল হাইকোর্ট। 

Category

🗞
News

Recommended