Murshidabaad: মুর্শিদাবাদের ফরাক্কা থেকে গ্রেফতার মহিলা অস্ত্র ব্যবসায়ী। Bangla News

  • 2 years ago
মুর্শিদাবাদের ফরাক্কা থেকে গ্রেফতার মহিলা অস্ত্র ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। হাতেনাতে পাকড়াও করে মর্জিনা বেওয়া নামে ওই মহিলা অস্ত্র ব্যবসায়ীকে। ধৃতের বাড়ি মালদার কালিয়াচকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, অস্ত্রগুলি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কোথা থেকে ওই অস্ত্র ও গুলি আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।