Yoga Day 2022 : যোগ আমাদের জাতি এবং বিশ্বে শান্তি আনে, মহীশূরে বললেন মোদি : ABP Ananda

  • 2 years ago
যোগব্যায়াম শুধু আর জীবনের অংশ নয়,  জীবনযাপনে একটি উপায় হয়ে উঠছে, কর্ণাটকের মহীশূরে যোগ দিবস উদযাপনের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মহীশূর প্রাসাদের মাঠে অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ নানা সমস্যা সমাধান করে এবং অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসে। "যোগ আমাদের সমাজে শান্তি আনে। যোগ আমাদের জাতি এবং বিশ্বে শান্তি আনে। এবং যোগ আমাদের মহাবিশ্বে শান্তি আনে," বলেন মোদি।