Narendra Modi: ‘যে কোনও সংস্কারই প্রথমে অপ্রিয় মনে হয়’, অগ্নিপথ-বিক্ষোভের মধ্যেই ফের সংস্কারের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর। Bangla News

  • 2 years ago
অগ্নিপথ-বিক্ষোভের মধ্যেই ফের সংস্কারের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর। ‘যে কোনও সংস্কারই প্রথমে অপ্রিয় মনে হয়’।‘কিন্তু পরবর্তীতে সেই সংস্কারের সুফল মানুষ ভোগ করে’।‘সংস্কারের রাস্তাই আমাদের নতুন লক্ষ্য, নতুন সংকল্পের দিকে নিয়ে যায়’। ‘আমরা প্রতিরক্ষার মতো দফতর যুব সমাজের জন্য খুলে দিয়েছি’। ‘যা দশকের পর দশক ধরে সরকারের কুক্ষিগত ছিল’। ‘যুব সমাজের কাছে অনুরোধ, সরকারের সুযোগগুলি কাজে লাগান’। বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে গিয়ে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির