Ananda Sakal: 'রাজনীতির রং ভাল কাজকেও নষ্ট করে দেয়', অগ্নিপথ আন্দোলনের আবহে মন্তব্য প্রধানমন্ত্রীর I Bangla News

  • 2 years ago
রাজনীতির রং ভাল কাজকেও নষ্ট করে দেয়। অগ্নিপথ আন্দোলনের আবহে মন্তব্য প্রধানমন্ত্রীর। এই প্রকল্প দেশের যুবকদের শেষ করে দেবে বলে, পাল্টা মন্তব্য করেছেন প্রিয়ঙ্কা গান্ধী। অশান্তির দায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উপরে চাপিয়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন রাহুল।