Speed News: 'বয়স হলে সিনিয়ররা ভুলভাল বকলেও মেনে নিতে হয়' সৌগত রায়কে খোঁচা মদনের

  • 2 years ago
কে কে’র (Singer KK) অনুষ্ঠানের টাকা কে দিয়েছে? টাকাতো হাওয়া থেকে আসে না বলে মন্তব্য করলেন সৌগত রায় (Sougata Roy)। এ’নিয়ে মদন মিত্র (Madan Mitra) বলেন, একটু বয়স হলে সিনিয়ররা ভুলভাল বকলেও মেনে নিতে হয়। ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বক্তব্য, এই ধরনের অনুষ্ঠান ডোনেশনের টাকাতেই হয়। দলীয় কমিটি নিয়ে অসন্তোষ জানিয়ে, ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিলেন রাজ্য বিজেপির (BJP) কার্যকরী সমিতির সদস্য দুধকুমার মণ্ডল। এ’নিয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা ট্যুইটে বলেন, দুধকুমার দা’র মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে, তা চিন্তার এবং উদ্বেগের। দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই অগ্নিপথ প্রকল্প বাস্তবায়নে একধাপ এগোল কেন্দ্র। বিস্তারিত তথ্য আপলোড করা হল বায়ুসেনার ওয়েবসাইটে। সেখানে উল্লেখ, সেনার মতোই অগ্নিবীররা বেতনের সঙ্গে পাবেন হার্ডশিপ অ্যালাওয়েন্স।