Film Star: দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর ‘ব্রহ্মাস্ত্র’-র মুক্তির কাউন্টডাউন শুরু, প্রকাশ্যে এল ট্রেলার

  • 2 years ago
দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর ‘ব্রহ্মাস্ত্র’-র মুক্তির কাউন্টডাউন শুরু। আজ প্রকাশ্যে এল ট্রেলার। ‘হত্যাপুরী’-র কাহিনি নিয়ে ফেলুদা ফিরছে বড়দিনে। নেটফ্লিক্সে শুরু হবে রিয়েলিটি গেম শো সিরিজ ‘স্কুইড গেম-দ্য চ্যালেঞ্জ।’ মুক্তি পেল পঙ্কজ ত্রিপাঠী, একাবলী খন্না অভিনীত ‘লালি’-র ট্রেলার। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।