WB HS Results Toppers: "ক্রিকেট খেলতে ভালবাসি, আগামীদিনে ডাক্তার হতে চাই'' জানালেন দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ

  • 2 years ago
৪৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ সামন্ত। তিনি পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র। তবে এতটা একেবারেই আশা করেননি সায়নদীপ। তাঁর কথায়, '৬ জন শিক্ষক ছিল পাশাপাশি। বাড়িতে ১১-১২ ঘণ্টা পড়াশোনা করতাম'। পড়াশোনার পাশাপাশি আর কী করতে ভালবাসে সায়নদীপ? এবিপি আনন্দকে সে বলছে, অ্য়াভেঞ্জার্স মুভি পছন্দ তাঁর আর ক্রিকেট। আগামীদিনে ডাক্তার হতে চাই। এই নম্বরে খুব খুশি, এতটা আশা করিনি'।