Saigal Hossain: আসানসোলে সিবিআই আদালতে পেশ করা হবে সায়গল হোসেনকে

  • 2 years ago
আজ আসানসোলে সিবিআই আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। সকালেই নিজাম প্যালেসের দফতর থেকে বেরিয়ে সায়গলকে নিয়ে আসানসোলের উদ্দেশে রওনা দিয়েছে সিবিআইয়ের টিম। গতকাল গরু পাচার মামলায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আয় বহির্ভূত সম্পত্তির যে সব অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে এবং তিনি যে বয়ান দিয়েছেন, তাতে অসঙ্গতি মিলেছে। এ মাসের শুরুতেই পরপর দু’দিন সায়গল হোসেনের মুর্শিদাবাদের ডোমকলের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর অফিসাররা।  গরু পাচার মামলাতেই বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।