K K Demise: কে কে-র অনুষ্ঠানে খরচ ২২ থেকে ২৫ লক্ষ টাকা, অর্থের উৎস কোথায়?

  • 2 years ago
স্যর গুরুদাস মহাবিদ্যালয়ের যে অনুষ্ঠানে কেকে শেষবার গান গেয়েছিলেন, তার আয়োজক ছিল তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ। তারাই জানিয়েছে, এই অনুষ্ঠানে খরচ হয়েছে ২২ থেকে ২৫ লক্ষ টাকা। কিন্তু, এত টাকার উৎস কী? ছাত্র সংসদের ভোট না হওয়া সত্ত্বও, ছাত্র সংসদে TMCP’র দাপটই বা কীভাবে? সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।