হুঁশিয়ারিতে কাজ হল না, তৃণমূলে বহিষ্কৃত ৬১!

  • 2 years ago
দলীয় নির্দেশ অমান্য করে নির্দলে দাঁড়ানোর জের, ৬১ জনকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। রবিবার মধ্যমগ্রাম তৃণমূল জেলা কার্যালয়ে বৈঠক শেষে এমনটাই ঘোষণা করা হল দলের তরফে। হুঁশিয়ারির পরেও ভোটের লড়াইয়ে অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কর্তৃপক্ষ। একসঙ্গে ৬১ জন বিক্ষুব্ধকে বহিষ্কার করার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জেলাজুড়ে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দেন ৬৭ জন তৃণমূল নেতা-কর্মী। তার মধ্যে থেকেই জেলার ২৫ পুরসভায় ৬১ জন বিক্ষুব্ধ নির্দলকে বহিষ্কার করা হল। হুঁশিয়ারির পর আগেই ৬ জন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। তবে চূড়ান্ত হুঁশিয়ারির পরেও অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশ মত মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে মন্ত্রী রথীন ঘোষ এবং জ্যোতিপ্রিয় মল্লিক এদিন সংবাদমাধ্যমের সামনে এই বহিষ্কারের ঘোষণা করেন। উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক।