Vir Das \'অপমান\' করেছেন ভারতকে, অভিযোগ বলি অভিনেতার বিরুদ্ধে

  • 3 years ago
মার্কিন মুলুকে গিয়ে শোয়ের সময় ভার দাস ভারতের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। এমনই অভিযোগ করা হয় বলিউড অভিনেতার বিরুদ্ধে। ভীর দাসের ওই মনোলগ নিয়ে চর্চা শুরু হতেই পালটা নিজের বিবৃতি প্রকাশ করেন অভিনেতা।