স্পাইনাল স্টেনোসিস সমস্যায় কোমরে ব্যথা সম্পর্কে জানুন

  • 3 years ago
spinal Stenosis আমাদের মেরুদন্ডের মাঝে এ ফাকা স্পেস থাকে তাকে সরু করে দেয় যার ফলে মাঝে থাকা নার্ভকে চাপ দেয়। এটি ঘাড়ে ও কোমরে প্রায়ই হতে পারে। কিছু কিছু লোকের এর কোন লক্ষন নাও থাকতে পারে মানে ব্যথা না ও থাকতে পারে। অন্যদিকে, এর কারনে কোমরে ও ঘাড়ে প্রচুর ব্যথা, হাত পা অবশ হয়ে যাওয়া, ঝি ঝি করা এবং মাংপেশীর দুর্বল হতে পারে। লক্ষন গুলো ক্ষানিক সময় পরপর বাড়তে ও পারে। এর চিকিৎসায় আমাদেরকে অর্থপেডিক ও ফিজিওথেরাপি স্পেশালিষ্টকে দখাতে হবে কারন মেডিসিন ও ফিজিওথেরাপি উভয় একসাথে হলে ভাল হবার সম্ভাবনা থাকে। ক্ষেত্রবিশেষে সার্জারী ও করা লাগতে পারে যদি অবস্থা খুব খারাপ থাকে।

সোস্যাল মিডিয়া লিংকঃ
1. Facebook: https://www.facebook.com/Dr.Qawsarulalam
2. facebook group: https://www.facebook.com/groups/healthsolutionsupport
3. website: www.physioexpertsbd.com
4. instagram: https://www.instagram.com/dr.qawsar/
এমনকি আমাকে ইমেইল কতে পারেন- email- physioqawsar01@gmail.com