আর কয়েকদিন পরই মা আসছেন। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবী পক্ষের। দেবী দুর্গার আগমণে মেতে উঠবে বাঙালি। ভারতবর্ষের পাশাপাশি গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালিরা দুর্গা পুজোর উৎসবে নিজেদেরকে সামিল করেন। তাই হাতে আর মাত্র কয়েকদিন বাকি থাকতেই জোর তোড়জোড় শুরু হয়েছে দুর্গা পুজোর জন্য।
Category
🗞
News