শ্রীফলতলী জমিদার বাড়ী _Shreefaltali Court Of Estates

  • 3 years ago
শ্রীফলতলী জমিদার বাড়ী ,Shreefaltali Court Of Estate

google mape:https://www.google.com.bd/maps/place/Shreefaltali+Court+Of+Estate/@24.068283,90.2093065,85m/data=!3m1!1e3!4m12!1m6!3m5!1s0x3755e3ec07c7ee99:0x2fbe49de2d71d83a!2sShreefaltali+Court+Of+Estate!8m2!3d24.0684195!4d90.2096832!3m4!1s0x3755e3ec07c7ee99:0x2fbe49de2d71d83a!8m2!3d24.0684195!4d90.2096832?hl=en
----------------------------------------------------------------------------------------------------------
ঢাকার খুব কাছেই গাজীপুরের কালিয়াকৈরে শ্রীফলতলী জমিদার বাড়ী। শ্রীফলতলী জমিদার বাড়ী কালিয়াকৈর
এর ঐতিহিাসিক নিদর্শন গুলোর মধ্যে অন্যতম। ‍প্রথম দেখাতেই ভালো গেগে যাবে এই জমিদার বাড়ী।
এখানে তিনটা জমিদার বড়ী। বেশির ভাগ জমিদার বাড়ীর মতোই এখানেও বলা হয় জমিদারর দুই তরফ । ছোট আর বড় তরফ।
বড় তরফের এই বাড়ীতে কাঠামোগত কিছু সামান্য সংস্কার চোখে পড়ে। তবে ছোট তরফে অযত্নের প্রমাণ স্পষ্ট। ইতিহাস থেকে
জানা যায়, বিখ্যাত তালিবাবাদ পরগণার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলী জমিদার এরিয়া। এই এরিয়ার
প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই শ্রীফলতী জমিদার বাড়ীর গোড়াপত্তন ঘটে।
সেকালে জমিদারদের মাঝে এক অদৃশ্য প্রতিযোগিতা হত তাদের শান সাওকাত, বাড়ী ঘর,
পুকুর, স্কুল, কলেজ নিয়ে। প্রতিযোগিতা হত কার বাড়ী কত বড় আর কি তাদের কারুকাজ।
এসব বিষয়ে জমিদারদের নিরব প্রতিযোগিতারই একটা ফসল এই জমিদারী এলাকা আর জমিদার বাড়ী।


তবে ছোট তরফের বাড়ীর গেটে আর বংশ লতিকায় কিংবা এই বাড়ীর ইতিহাস তালেব গাজীর উল্লেখ নেই।
এখানে বলা আছে, বিখ্যাত তালবাবাদ পরগণার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফললী জমিদার বাড়ী।
শ্রীফলতলী জমিদার বাড়ী এখন এলাকার মানুষ ভূতের বাড়ী হিসাবে বেশ পরিচিত।

সবাই বলাবলি করে জমিদার যখন এই বাড়ী ছেড়ে চলে যান তখন যে সমস্ত অলংকার এবং
মূল্যবান জিনিসপত্র সাথে করে নিয়ে যেতে পারে নি, তাই তিনি নাকি এই বাড়ীর বিভিন্ন দেয়ালে,
মেঝেতে পুতে প্লাস্টর করে দেন এবং ঘরে আসবাব পত্র বিভিন্ন জিনিস ঘরে রেখেই তালা লাগিয়ে চলে যান।
পরবর্তিতে অনেকেই সেগুলো খোাঁজার চেষ্টা করে সফল হতে পারে নাই। অনেকেই বলে সে সব সোনা জহররত নাকি
বড় বড় সাপেরা পাহারা দেয় !! আর রাতে শোনা যায় বিভিন্ন ভৌতিক শব্দ..!! যা হোক সব কল্পকথা আর লোকমুখের
প্রচলিত গল্পের বাইরে এই জমিদার বড়ীর অলঙ্কার আর শৈল্পিক সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকেই। দ্বিতল এই বাড়ির পেছনে আরোও
কযেকটা একচালা পুরনো বাড়ী আছে দেখার মত। একটাতে এখনও চিনিটিকরি করা পিলার স্পট। তবে সীমানা প্রাচীরগুলা ধ্বংসপ্রায়।
আর দুই বাড়ীর মাঝখানে পুরনো মুঘল আমলের আদলে একটি মসজিদ।
---------------------------------------------------------------------------------------------------------------------------

Enjoy and stay connected with us:

Subscribe to

YouTube channel https://www.youtube.com/channel/UCLeH9L7JXskHxNKjIsGMupg?sub_confirmation=1

facebook https://web.facebook.com/Nayem-jibon-109899673966332/
Instagram https://www.instagram.com/jibonnayem1/
twitter https://twitter.com/Nayemjibon
dailymotion https://www.dailymotion.com/nayemjibon

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
Disclaimer :- This Channel does n

Category

🏖
Travel

Recommended