টেলিফোনে চিকিৎসা পাবেন ডিআরইউ’র সদস্যরা : বেস্ট এইডের সঙ্গে চুক্তি স্বাক্ষর

  • 3 years ago
এসপিএন বাংলা টিভি সংবাদঃ টেলিফোনে চিকিৎসা পাবেন ডিআরইউ’র সদস্যরা : বেস্ট এইডের সঙ্গে চুক্তি স্বাক্ষর।করোনাভাইরাস সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের জন্য এবার চালু করেছে টেলিফোনে চিকিৎসা সেবা কার্যক্রম। এজন্য সেবাদানকারি প্রতিষ্ঠান বেস্ট এইডের সঙ্গে ১৪ জুলাই ২০২১ ডিআরইউতে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় সদস্য ও পরিবারের সদস্যরা টেলিকনফারেন্স এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিআরইউ’র সর্বশেষ ভোটার তালিকার ক্রমিক নং (আইডি নম্বর) জানিয়ে যে কোন স্বাস্থ্য সমস্যা নিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সুবিধা নিতে পারবেন। চুক্তিতে ডিআরইউ’র পক্ষে সাধারণ সম্পাদক মসিউর রহমান খান ও বেস্ট এইডের পক্ষে পরিচালক মো: মেহেদী হাসান মন্ময় স্বাক্ষর করেন। নসরুল হামিদ মিলনায়তনে এ উপলক্ষে ‘ডিআরইউ-বেস্ট এইড টেলিমেডিসিন সেবা চুক্তি কার্যক্রম ও এসএমসি-স্যালুট ফ্রন্টলাইনার্সে’র উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ.কে.এম. এনামুল হক শামীম, এমপি। তিনি বলেন, করোনার টিকা যেন দেশে আসতে না পারে সেই অপচেষ্টা করা হয়েছিল। তবে সকল ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকার জন্য সর্বোচ্চ অর্থ বরাদ্দ দিয়ে টিকা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। উপমন্ত্রী বলেন, সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাংবাদিকদের কল্যাণে সর্বদা সচেষ্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন ডিআরইউ'র সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিআরইউ'র সাবেক সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, বেস্ট এইডের চেয়ারম্যান ডা. হাসান মাহমুদ এবং বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ, উইমেন লিডারশীপের পরিচালক নাবিলা ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক শাহ আলম নূর, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রহমান আজিজ, মো. মাহবুবুর রহমান, রফিক রাফি ও নার্গিস জুঁই প্রমুখ। এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। পরিচালনায়: আজিজুল হক মিন্টু যোগাযোগ:০১৭১১-১৪৩৩৪২।