‘ইভিএম পদ্ধতি খুবই ভালো, তবে ভোট দেয়ার পরিবেশ নেই’ | Jagonews24.com

Jagonews24 Live

by Jagonews24 Live

1 view
‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি খুবই ভালো। কিন্তু ভোটাররা তো নিজেদের ইচ্ছামতো সিলেকশন ও কনফার্ম ভোটের বাটন চাপতে পারছেন না। বুথের যেখানে ইভিএম মেশিন বসানো হয়েছে সেখানে পছন্দের প্রার্থীর প্রতীকে সিলেকশন বাটনে চাপ দেয়া মাত্র দলীয় নেতাকর্মীরা সামনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীর সিলেকশন ও কনফার্ম ভোটের বাটন টিপতে বাধ্য করছেন। দলীয় লোকের বাইরে সন্দেহ হলেই তারা ভোটদানের গোপন কক্ষটিতে ঢুকে পড়ছেন। অধিকাংশ কেন্দ্র থেকে বিরোধী প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দিচ্ছেন।’
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/national/news/556357