এর আগে প্রতিবারই দিনে গিয়ে দিনেই ফিরে আসা হয়েছে। এই প্রথমবার জাগো নিউজের ফ্যামিলি ডে রাত দিন মিলিয়ে। গাজীপুরের রাজেন্দ্রপুরে শালবনের গহীনে দৃষ্টিনন্দন এক রিসোর্ট। সেই রিসোর্টে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হবে ফ্যামিলি ডে। রাতে যাবো নাকি দিনে? এমন মধুর দোটানায় আমরা কজন। বিশেষ করে মেয়েরা। ছেলেরা তো এক পোশাকে বের হয়ে গেলেই হলো, কিন্তু মেয়েদের পোশাক, গয়না, মেকআপ, ছাতা, কম্বল আরো কত কী! একদিনের জন্য এতকিছু টেনে নিয়ে যাবো নাকি যাবো না। আবার শুরু হলো দোটানা। সপ্তাহখানেক ধরে দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তন করে অবশেষে রাতেই যাওয়া চূড়ান্ত করলাম। রাতের গাড়ি ছেড়ে যাবে সন্ধ্যা সাতটায়। আমরা সেভাবেই তৈরি হয়ে এলাম। কিন্তু ছাড়লো আরও ঘণ্টাখানেক পর। আলোকচিত্রী বিপ্লবদা বৌদি, দুই বাচ্চা আর বিশাল লাগেজসহ আসতে গিয়েই দেরি করে ফেলেছেন! যাই হোক, অবশেষে গাড়ি ছাড়লো। গাড়িতে অ্যাডমিনের তানভীর ভাই পাঁচ টাকার ডালভাজা আমাদের কাছে বিশ টাকায় বিক্রি করলেন। কেউ টাকা দিলেন কেউ দিলেন না। তাই নিয়ে হইচই। এদিকে আরেক আলোকচিত্রী মাহবুব গান ধরলো তার সুরেলা গলায়। তার সদ্য কেনা গিটারে টুংটাং আওয়াজ আর তার কণ্ঠের যাদুতে সবাই তখন মুগ্ধ। গাড়িও ধীরে ধীরে এগিয়ে চলেছে গন্তব্যে।
নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2FqWyeS
#jagonews24 #familyday2018 #picnic
নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2FqWyeS
#jagonews24 #familyday2018 #picnic
Category
🗞
News