স্বাভাবিক রুটির চেয়ে আকারে চারগুণ বড়, পাতলা ফিনফিনে এই রুটির নাম ‘চাপাতি রুটি’। রুটিটির দাম মাত্র দশ টাকা। এটি পাওয়া যায় বাড্ডা হোসেন মার্কেটের পেছনে ‘মোজাদ্দেদীয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’। রুটিটি একটি বিশেষ পদ্ধতিতে ভাজা হয়। বিকেল পাঁচটা থেকে এই রুটি বিক্রি শুরু হয়। এটি সবজি, ডিম ভাজি ও মাংসের যে কোনো আইটেম দিয়ে খেতে সুস্বাদু।
Category
🗞
News