ভোটের পোস্টারে খাতা, লিখবে অসহায়-এতিমরা | Jagonews24.com

JagoNews24

by JagoNews24

0 views
সদ্য শেষ হলো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। ফলাফলও হয়ে গেছে। বিজয়ীরা দায়িত্ব নেবেন আর পরাজিতরা আগের মতোই নিজেদের কাজ চালিয়ে যাবেন। কিন্তু রাজধানীজুড়ে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত লেমিনেটেড পোস্টারগুলোর কী হবে?

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ গড়ার স্বপ্নের কথা বলে পলিথিনের পোস্টারে ঢাকাকে ছেয়ে ফেলায় সমালোচনার মুখে পড়েন স্বপ্নবাজ জনপ্রতিনিধিরা। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডো তো লেমিনেটেড পোস্টার এবং এসব পোস্টার থেকে উৎপাদিত বর্জ্য সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদনও প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, নির্বাচনের প্রচারণা শুরুর প্রায় ১২ দিনের মধ্যেই দুই হাজার ৪৭২ টন লেমিনেটেড প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়েছে। পুরো নির্বাচনে পোস্টার থেকে বর্জ্য জমবে দুই হাজার ৫০০ টন। এ ছাড়া নির্বাচনী পোস্টারসহ সবমিলে গত বছরজুড়ে ঢাকা শহরে ১০ হাজার টন লেমিনেটেড পোস্টারের বর্জ্য তৈরি হয়েছে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/special-reports/news/556870

#jagonews24