এই বাড়ি থেকেই জঙ্গি নিয়োগ করতেন রাজীব গান্ধী | Jagonews24.com

  • 3 years ago
রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্যতম হলেন জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী। হামলার অন্যতম পরিকল্পনাকারী ও জঙ্গি নিয়োগকারী জাহাঙ্গীর হোসেনের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর ভুতমারাঘাট (চকদাতেয়া) গ্রামে। জানা গেছে, এই বাড়ি থেকেই হামলার জন্য জঙ্গি নিয়োগ করেছিলনে তিনি।

এই রায়কে ঘিরে তার নিজ এলাকার সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করলেও রায়ে স্বস্তি প্রকাশ করেছেন জাহাঙ্গীর হোসেনের স্বজন ও সাঘাটা উপজেলার সর্বস্তরের মানুষ। তারা দ্রুত রায় কার্যকরেরও দাবি জানিয়েছেন।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/country/news/542393