ছেলেধরা গুজব রোধে পুলিশের মাইকিং | jagonews24.com

  • 3 years ago
সারাদেশে ছেলেধরা গুজব প্রকট আকার ধারণ করেছে। ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকজনকে ইতোমধ্যে হত্যা করা হয়েছে। ছেলেধরা গুজব রোধে প্রশাসনের পক্ষ থেকে গণসচেতনতামলূক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় মঙ্গলবার সকাল থেকে মাইকিং করা হচ্ছে।

বর্তমানে ছেলেধরা সন্দেহে সাতক্ষীরা জেলার কোথাও কাউকে গণপিটুনি দেয়া হয়েছে এমন খবর পাওয়া যায়নি। তবে গত দেড় মাস আগে সাতক্ষীরা জেলায় ছেলেধরা গুজব প্রকট আকার ধারণ করে। জেলার বিভিন্নস্থানে ১৬ জন নারী-পুরুষ গণপিটুনির শিকার হয়। পরে গণপিটুনির হাত থেকে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের উদ্ধার করে। যাচাই-বাছাই করে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, গণপিটুনির শিকার হওয়া প্রত্যেকেই মানুসিক ভারসম্যহীন।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/country/news/515652