মায়ের ইচ্ছা মামাতো বোনের সঙ্গেই বিয়ে হোক মোস্তাফিজের || Mustafizur Rahman || jagonews24.com

  • 3 years ago
জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান বসছেন বিয়ের পিড়িতে। ২২ মার্চ শুক্রবার কনে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেখতে আসছে কাটার মাস্টারকে। খুব অল্পদিনে তারকা বনে যাওয়ায় এই ক্রিকেটারের বিয়ের দিনক্ষণ ঠিক হবে তখনই।

বিয়ের কনে আর কেউ নন, কাটার মাস্টার মোস্তাফিজের মেজো মামার মেয়ে। তার মায়ের ইচ্ছা মামাতো বোনের সঙ্গেই বিয়ে হোক মোস্তাফিজের। মায়ের ইচ্ছা আর পরিবারের চাওয়াতেই তাকে বিয়ে করছেন বাঁহাতি এই পেসার।

বিস্তারিত-https://bit.ly/2Y8tDT4