মোবাইল ফোন চার্জ দেয়ার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন || jagonews24.com

JagoNews24

by JagoNews24

0 views
মোবাইল ফোন চার্জ দেয়ার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

বর্তমান সময়ে মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় একটি জিনিস। এটি ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। তাই মোবাইলে চার্জ দেয়ার সময় কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে।

১. মোবাইল সেটের সঙ্গে দেয়া নির্দিষ্ট চার্জারটিই চার্জ দেয়ার কাজে ব্যবহার করা উচিত।

২. চার্জ দেয়ার সময় মোবাইলের ব্যাক কভার খুলে রাখলে ভালো হয়।

৩. মোবাইল ফোন রাতে চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়বেন না যেন। ওভার-চার্জিং ব্যাটারির পক্ষে ভালো নয়।

৪. স্মার্টফোনের ব্যাটারি সব সময়েই ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেয়া উচিত।

৫. পাওয়ার ব্যাংকে সঙ্গে মোবাইল যুক্ত থাকলে, সেসময় মোবাইল ব্যবহার করা উচিত নয়।