Belur Math Reopens: করোনা বিধি মেনে খুলছে বেলুড়, তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি

  • 3 years ago
ভক্ত অনুরাগীদের জন্য সুখবর। আজ বুধবার থেকে সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠের (Belur Math) দরজা। তবে করোনা আবহে মঠে আসতে গেল বেশকিছু নিয়মকানুন দর্শণার্থীদের মানতে হবে। কোভিড যেহেতু বড় বালাই, তাই মঠের সন্ন্যাসীদের পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে না। প্রসাদ বিতরণ হবে না। মঠের চারটি গেস্টহাউসে এখনই পরিষেবা মিলছে না। মূল মন্দিরে ধ্যানে বসা যাবে না। সন্ধ্যা আরতি দর্শনেরও কোনও ব্যবস্থা থাকছে না। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ও দুপুর সাড়ে তিনটে থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মঠে থাকতে পারবেন। ১৯২ দিন লকডাউনের জেরে বন্ধ ছিল বেলুড় মঠ। তারপর চালু হলেও এতদিনে মিলল দর্শণার্থীদের প্রবেশের অনুমতি।করোনাকাল কাটিয়ে গত জুনে খুলেছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। তবে সেখানে ফল মিষ্টি নিয়ে প্রবেশ করা গেলেও ফুল বেলপাতা নিয়ে যাওয়া যাচ্ছে না। দর্শণার্থীদের মাস্ক পরতে হচ্ছে। থার্মাল স্ক্রিনিং, জীবাণুনাশক টানেল পেরিয়ে মন্দিরে প্রবেশের পর দূরত্ব বিধি বজায় রেখেই সারতে হচ্ছে পুজোপর্ব। একইভাবে আজ থেকেই খুলেযাচ্ছে হুগলির তারকেশ্বরের মন্দির।