Kailash Vijayvargiya\'s Speech Over Kamal Nath Govt: \'কমলনাথ সরকার পতনের নেপথ্যে ছিলেন নরেন্দ্র মোদি\'

  • 3 years ago
মধ্যপ্রদেশের কমলনাথ সরকার (Kamal Nath Govt) পতনের নেপথ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির সর্বভারতীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় দলের এক অনুষ্ঠানে এই দাবি করলেন বুধবার। তাঁর বিতর্কিত মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে, বিজয়বর্গীয় বলছেন, আগে কখনও কারোর কাছে এই বিষয়ে মুখ খোলেননি তিনি। এরপর বলেন মধ্যপ্রদেশের কমলনাথ সরকার ফেলে দেওয়ার নেপথ্যে প্রবীণ বিজেপি নেতা দেবেন্দ্র প্রধানের কোনও ভূমিকাই নেই। বরং নরেন্দ্র মোদির কলকাঠিতেই কমলনাথ সরকারের পতন হয়েছে।

Recommended