Indonesia\'s Lewotolok Volcano Erupts: আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর অগ্নুৎপাত, ৪ কিমি উচ্চতায় উঠল ছাই

  • 4 years ago
পূর্ব ইন্দোনেশিয়ায় নুসা তেনগারা এলাকায় ফুঁসে উঠল সক্রিয় আগ্নেয়গিরি। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা, আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া এবং ছাই। দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার ১৩০ টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। আগ্নেয়গিরির বিস্ফোরণে আকাশে ৪ কিলোমিটার পর্যন্ত ওঠে কালো ধোঁয়া, ৩ হাজারের বেশি মানুষ হয়েছেন ঘরছাড়া। আগ্নেয়গিরি সংলগ্ন এলাকাগুলি খালি করা হচ্ছে, যদিও এই ঘটনায় এখনও কোনও প্রাণহানির খবর মেলেনি বলে জানাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

#LewotolokVolcano #IndonesiaVolcano #LatestLYBangla

Category

🗞
News

Recommended