৩০ নভেম্বর কার্তিক পূর্ণিমা, তিথি শুরু হবে ২৯ নভেম্বর বেলা ১২.৪৭ মিনিটে এবং চলবে ৩০ নভেম্বর দুপুর ২.৫৯ মিনিট পর্যন্ত। এই দিনেই ত্রিপুরাসুরকে বধ করেন শিব, এই জয়কে উদযাপন করতেই চলে পুজো পার্বন। অতিমারীর কারণে ৩০ নভেম্বর হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান করা যাবে না চলতি বছরে, জেলা প্রশাসকের তরফে জারি এই নিষেধাজ্ঞা। দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ-সহ গোটা দেশ থেকে লাখ লাখ পূণ্যার্থী আসেন গঙ্গাজলে মহাস্নান করতে।
#KartikPurnima2020 #KartikPurnimaSignificance #LatestLYBangla
#KartikPurnima2020 #KartikPurnimaSignificance #LatestLYBangla
Category
🛠️
Lifestyle