Ahmed Patel Dies: কোভিড-১৯ পরবর্তী জটিলতায় শেষ নিশ্বাস ত্যাগ বর্ষীয়াণ কংগ্রেস নেতা আহমেদ পটেলের

  • 4 years ago
Ahmed Patel Dies In Bengali: কাকভোরে প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ পটেল (Ahmed Patel)। বাবার মৃত্যুর বেদনাদায়ক খবর জানিয়ে বিবৃতি দেন ছেলে ফয়জল পটেল। তিনি বলেন এদিন ভোর ৩টে বেজে ৩০ মিনিটে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। কোভিড আক্রান্ত হয়ে তিনি গতমাসে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হন। গত ২ সপ্তাহে কোভিড পরবর্তী অসুস্থতা জটিল আকার নেয়। শারীরিক অবস্থার অবনতি হলে সপ্তাহ খানেক আগে তাঁকে আইসিইউ-তে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

#AhmedPatel #CongressLeaderAhmedPatel #LatestLYBangla