Munger Lathi Charge & Police Firing: দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে উত্তাল মুঙ্গের, আহত ২০ পুলিশকর্মী

  • 4 years ago
দুর্গাপ্রতিমা বিসর্জনের (Durga Idol Immersion) সময় পুলিশের (Police) ওপর পাথর ছোড়াছুড়ি, গুলি বর্ষণ হয় বিহারের মুঙ্গেরে। যার ফলে নিহত হন এক ব্যক্তি এবং ২০ জন পুলিশকর্মী আহত হন। সোমবার এবং মঙ্গলবারের মধ্যে কোনও একদিন এই ঘটনাটির প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়। পুলিশ ঘটনাটিকে কিছু মানুষ সাম্প্রদায়িক অস্থিরতা ছাড়ানোর চেষ্টা করেছে বলে ব্যাখ্যা দিয়েছে।

#MungerDurgaIdolImmersion #MungerLathiCharge #LatestLYBangla