Amartya Sen| Peace Prize: বিদেশের মাটিতে ঐতিহ্যবাহী শান্তি পুরস্কারে সম্মানিত অর্মত্য সেন

  • 4 years ago
বিদেশের মাটিতে শান্তি পুরস্কারে সম্মানিত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। জার্মানির ফ্রাঙ্কফুর্টে ডিজিটাল বইমেলায় ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেলেন কৃতি এই বাঙালি। বইমেলার শেষদিনে ফ্রাঙ্কফুর্টের বিখ্যাত পাউল গির্জায় একাধিক বিভাগে পুরস্কার ঘোষণা অনুষ্ঠান ছিল, সেখানেই শান্তি পুরস্কার হিসেবে নাম ঘোষণা হয় বাংলার গর্ব অর্মত্য সেনের। ১৪ থেকে ১৮ অক্টোবর, করোনা সংক্রমণের মধ্যেই ডিজিটাল মাধ্যমে ফ্রাঙ্কফুর্ট বইমেলা চলে, তবে শেষদিনে সীমিত সংখ্যক অতিথি নিয়ে হয় পুরস্কার বিতরণি অনুষ্ঠান।

#AmartyaSenWinsPeacePrize #AmartyaSen #LatestLYBangla

Recommended