• 5 years ago
গণেশের বাহন পুঁচকে একটা ইঁদুর? এই প্রশ্নটা আমাদের মাঝে মধ্যেই মাথার মধ্যে উঁকিঝুঁকি দেয়। বাহন কথাটির অর্থ হল, যে বহন করে নিয়ে যায়- এত বিশালাকার গণেশ ঠাকুরের কেন তাহলে এই ক্ষুদ্র একটি জীব বাহন! এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পুরাণ-শাস্ত্র ঘেটে দেখতে হবে, অসুর রাজা গজমুখ শক্তিশালী হতে শিবের উপাসনা শুরু করেন। স্বর্গ এবং মর্তের রাজা হওয়ার ছিল গজমুখের আসল উদ্দেশ্য, উপাসনায় সাড়া দিয়ে অবশেষে শিব গজমুখকে দর্শন দেন।

#DurgaPuja2020
#DurgaPuja

Category

🗞
News

Recommended