• 5 years ago
বেঙ্কটেশ্বর মন্দির, অন্ধ্রপ্রদেশের তিরুপতির তিরুমালাতে অবস্থিত অন্যতম বিষ্ণু মন্দির। তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি মন্দির, তিরুমালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত, এই মন্দিরের বার্ষিক অনুষ্ঠান শ্রীভরি ব্রাহ্মস্তবম। বিশেষ এই ধর্মীয় অনুষ্ঠানের সাক্ষী হতে দেশ-বিদেশের নানান প্রান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমান, সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবর শুরুর দিকে এই উৎসব হয়। ব্রহ্মা দেবতার পুজো করা হয় এই উৎসবে, আশ্বিন মাসের ৯ দিন ধরে চলে এই অনুষ্ঠান। চলতি বছরে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পুজো এবং শেষ হবে ৩০ সেপ্টেম্বর, এছাড়া জারি হয়েছে কড়া নিয়মকানুন। ৯ দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে চক্র স্নান করানো হয়, এরপর ভক্তরা সুদর্শন চক্র নিয়ে মন্দিরের জলে স্নান করান- এভাবেই পুজোর নানা বিধি মেনে চলে পুজো।

Recommended