Suresh Angadi Dies in Bengali: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কেন্দ্রীয় রেলপ্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি (Suresh Angadi Dies)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। সংসদের বাদল অধিবেশন শুরুর আগে সমস্ত নেতামন্ত্রীদের করোনা টেস্টের কথা বলা হয়। সেসময়ই কোভিড পজিটিভ ধরা পড়েন সুরেশ অঙ্গাদি। দিল্লির এইমসে ভর্তি ছিলেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার রাতে এইমস-এই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুরেশ অঙ্গাদি। এই প্রথম মোদির মন্ত্রিসভার কেউ করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।
#SureshAngadi #ManishSisodia #COVID19
#SureshAngadi #ManishSisodia #COVID19
Category
🥇
Sports