• 5 years ago
আইপিএল ২০২০-তে কলকাতা নাইট রাইডার্সের টিম প্রোফাইল। দু'দুবার আইপিএলের খেতাব জিতে নিয়েছে কেকেআর। আইপিএল ২০২০-তেও কেকেআরের নেতৃত্ব দেবেন দীনেশ কার্তিক। খেলোয়াড়ের তালিকায় রয়েছেন- দীনেশ কার্তিক, ইওন মর্গান, প্যাট কিউমিন্স, শুভম গিল, সুনীল নারিন, অ্যান্ড্রু রাসেল এবং টম ব্যান্টন। গৌতম গম্ভীর সবথেকে বেশি রানের রেকর্ড গড়েছেন কেকেআরের হয়ে অন্যদিকে সুনীল নারিন সর্বোচ্চ উইকেটের অধিকারী।


#IPL2020
#KKRTeam
#LatestLYBangla

Category

🥇
Sports

Recommended