• 5 years ago
Viswakarma Puja 2020 In Bengali: ঘুড়ির উৎসব, বিশ্বকর্মা পুজো! আকাশ রঙিনে রঙিন হয়ে ওঠার দিন আজ। শরতের আকাশে পেজা তুলো মত ভেসে বেড়ানো মেঘের মাঝেই উঁকি দেয় রংবেরঙের ঘুড়ি। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো (Viswakarma Puja)। কলকাতাসহ সংলগ্ন জেলাগুলির ইঞ্জিনিয়ারিং স্কুল, কলেজগুলিতে চলছে পুজো। আকাশে লাল, নীল, সবুজ ঘুড়ির মেলা। পেটকাটি, চাঁদিয়াল ঘুড়ির (Kites) ঝাঁক। কচি কাঁচারা বই খাতাকে ভো- কাট্টা করে সকাল থেকে ঘুড়ি- লাটাইয়ে মত্ত। পাড়ায়, অলিতে গলিতে উৎসবের আমেজ। শ্রম ও শিল্পের দেবের আরাধনার মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়বে দুর্গাপুজোর। সাধারণত ভাদ্র মাসের শেষ দিনে পালিত হয় বিশ্বকর্মা পুজো।


#ViswakarmaPuja2020
#KiteFestival2020
#LatestLYBangla

Recommended