টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে উত্তেজনা মানিকচকে

  • 4 years ago
রাহুল মন্ডল, মালদা: তৃণমূল কংগ্রেস ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মানিকচক কলেজে উত্তেজনা ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর কর্মী-সমর্থকদের মধ্যে।
জানা যায় শুক্রবার মানিকচক কলেজের গেটের সামনে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ রেজাউল আলী সহ কর্মী সমর্থকেরা। পতাকা উত্তোলনের পর কিছু ছাত্রের মধ্যে বচসার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

যদিও এই ঘটনায় দলীয় কোন মতবিরোধ নেই বলে জানিয়েছে ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ রেজাউল আলী। তিনি আরো বলেন যে “এটা কর্মীদের ব্যক্তিগত বিষয়। মানিকচকে তৃণমূল ছাত্রপরিষদে গোষ্ঠী কোন্দল নেই। আমরা সবাই দিদির সৈনিক”।

Recommended