খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ দাঁতাল, ছড়ালো আতঙ্ক

  • 4 years ago
তৃণ্ময় বেরা, গোপীবল্লভপুর: খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করলো গজরাজ। ঘটনাটি, বুধবার গোপীবল্লভপুর ১ ব্লকের টিকায়েংপুরে। জঙ্গলে খাবারের অকাল, ক্ষেতেও নেই তেমন কোনো ফসল। খাবারের সন্ধানে গজরাজ জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে ও টিকায়েংপুর গ্ৰামের মধ্যে খাবারের সন্ধানে এদিক ওদিক ছুটে বেড়ায়। বেশ কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দলছুট দাঁতালটি গ্ৰামের মধ্যে বেশ কিছু চাষের জমিতেও তাণ্ডব চালায়। হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। প্রাণভয় রীতিমতো ছোটাছুটি করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। দাঁতালটিকে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করলে বেশ কিছুক্ষণ গ্রামের রাস্তায় রোডমার্চ করা হয়। অবশেষে দাঁতাল টি পাশের শাশড়া গ্রামের দিকে চলে যায়। রীতিমতো দাঁতাল কে কেন্দ্র করে শাশড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাকে গ্রামবাসীরা জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত সুবর্নরেখা নদীর দিকে চলে যায় হাতিটি।

Recommended