পিএফ ও চিকিৎসা ব্যবস্থা সঠিকের দাবিতে বিক্ষোভ কুলটির বিদ্যুৎ উৎপাদন সংস্থায়

  • 4 years ago
ঠিকা শ্রমিকদের পিএফ, চিকিৎসা ব্যবস্থাসহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ কুলটির একটি বেসরকারি বিদ্যুত উৎপাদনকারি সংস্থাই। মঙ্গলবার সকাল থেকে এই বিক্ষোভ দেখাতে থাকে সংস্থার ঠিকা শ্রমিকেরা।
তাদের অভিযোগ, শ্রমিকদের পি এফের টাকা এতদিন কম্পানি পে করত।এখন সেই টাকা ঠিকাদার সংস্থাকে এ করতে বলছে।এতে সঠিক সময়ে পি এফের টাকা জমা না পড়তে পারে বলে আশঙ্কা শ্রমিকদের ।এছাড়া শ্রমিকদের জন্য চিকিৎসার কোন ব্যবস্থা নেই বলেও অভিযোগ করেন শ্রমিকরা।এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় শ্রমিকরা।অপরদিকে কারখানার ম্যানেজার প্রবীন কুমার বলেন, চিকিত্সা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছিল , এখন লকডাউন আবহে সবাইকে একসাথে পাওয়া যাচ্ছে না।অতি দ্রুত সব সমস্যা মিটে যাবে।

Recommended