সেলিমার পর এবার অনুষ্ঠান মঞ্চে থেকে বিতর্কে জড়ালেন প্রদীপ

  • 4 years ago
দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: কদিন আগেই ১৫ ই আগস্ট ডেবরায় একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক সেলিমা খাতুন বিবি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর তা নিয়ে হইচই পড়ে গিয়েছিল ডেবরায়। যদিও দল এই নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তারপরেই খড়গপুরের গনেশ পুজোর উপস্থিত থেকে বিতর্কে জড়ালেন খড়গপুর সদর বিধানসভার বিধায়ক প্রদীপ সরকার। যা নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ভগবানপুর এলাকার মিলন বয়েজ ক্লাবে।

একেই তিন দিনে মহামারীতে খড়গপুর শহরেই আক্রান্ত হয়েছে ১৫০ জনেরও বেশি। এমন কোন এলাকা বাদ নেই এই শহরে যেখানে ভাইরাস থাবা বসায়নি। কিন্তু তাতেও হুঁশ ফিরছে না। খড়গপুর শহরে গণেশ পুজোকে কেন্দ্র করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে একাধিক লোকের জমায়াতের অভিযোগ। তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর সদরের বিধায়ক প্রদীপ সরকারসহ তৃণমূলের দুই কাউন্সিলর এবং বিজেপির এক নেতা। এদিকে উদ্যোক্তাদের দাবি অনুষ্ঠানে ১৫ জনকে টিকিট দেওয়া হয়েছিল বস্ত্র বিতরণের জন্য কিন্তু একাধিক লোক সেখানে ভিড় জমায়।

Recommended