মুষলধারে বৃষ্টির জন্য সবং থেকে বিচ্ছিন্ন প্রায় ১০ হাজার মানুষ

  • 4 years ago
দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির জন্য সবং ব্লকের ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের নাগলকাটায় থাকা একটি কাঠের সেতু জলের তলায় চলে যাওয়ায় ভগবানপুর, ময়না, পটাশপুর এই তিনটি এলাকা সবং থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সবং এর প্রায় ১০ হাজার মানুষ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদীতে কচুরিপানা থাকায় নৌকা চালানোতে অনেকটাই সমস্যা হচ্ছে।

ইতিমধ্যেই এই পরিস্থিতির পরেই সোমবার ওই এলাকা পরিদর্শনে যান রাজ্য সভার সাংসদ মানস রঞ্জন ভুঁইয়া, জেলার জেলা শাসক রেশমি কমল, জেলার এস পি দীনেশ কুমার,জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি সহ অনান্যরা। এদিন এলাকা পরিদর্শনের পর কি কি করা যায় তা নিয়ে সবং বিডিও অফিসে একটি আলোচনায় বসেন প্রশাসনিক কর্তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কথা জানান পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক রেশমি কমল। পাশাপাশি দ্রুততার সঙ্গে কচুরিপানা সরানোর কাজ চলছে।

Recommended