পেট জুড়ে টিউমার, অর্থাভাব, ‘স্বেচ্ছামৃত্যু’ চাইছেন বিধবা

  • 4 years ago
পেট জুড়ে বিশাল টিউমার। দারিদ্রতা গ্রাস করেছে পরিবারকে। অত্যাধুনিক মানের চিকিৎসা করাতে গেলে চাই প্রচুর টাকা। কিন্তু দুমুঠো ভাত জোগাড় করতে না পারা পরিবারের কাছে এই ব্যয়বহুল চিকিৎসা দুসাধ্য ব্যাপার। নাম বিমতা বাউরী। বয়স আনুমানিক পঞ্চান্ন বৎসর। পাণ্ডবেশ্বর-এর বাসিন্দা। পরিবারের রোজগেরে বলতে কেউ নেই। সহায়-সম্বলহীন মহিলা স্বামী হারিয়েছেন অনেক আগেই। তাই এহেন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন পাড়ার স্থানীয় ছেলেরা। তারাই যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এই মুহূর্তে তাদেরও হাতের নাগালের বাইরে চলে গেছে চিকিৎসা ব্যবস্থা। তাই রোগী চাইছেন স্বেচ্ছামৃত্যু। স্থানীয় সমাজসেবী কীর্তন কোটাল বলেন, আমরা সকলে মিলে চেষ্টা করেছি। কিন্তু এখন এই মহিলার মৃত্যু ছাড়া কোন উপায় নেই। আমরা চাই স্থানীয় প্রশাসন এবং আমাদের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি মহাশয়ের থেকে সাহায্য । বিধায়ক মহাশয় আমাদের পাণ্ডবেশ্বরের এই গরিবের ভগবান। তাই তার হস্তক্ষেপে যদি কিছু সুচিকিৎসার ব্যবস্থা হয়, আমরা সকলেই উপকৃত হব।

Recommended