★★★প্রখ্যাত আবৃত্তিকার অভ্র ভট্টাচার্য এর স্বরচিত কবিতাটি শুনুন তারই কন্ঠে।

  • 4 years ago
★★★জীবন ও জগৎকে উপলব্ধির পর মুগ্ধতা কিংবা ব্যর্থতার শৈল্পিক প্রকাশে জন্ম নেয় কবিতা। সে-জন্মের মাঝে রয়েছে আনন্দ, রয়েছে যন্ত্রণাবোধ। সেখানে আছে বিষাদ, আশা-হতাশা, আছে নিঃসঙ্গতা বা একাকিত্ব বোধ, আছে রঙবেরঙের নতুন স্বপ্ন। সে-স্বপ্ন যেমন সীমাহীন ভালোবাসার ও নতুন পৃথিবী গড়ার, তেমনি তাতে থাকে অপূর্ণতার বেদনা, থাকে মৃত্যুকে নিয়ে নানা অনুভূতির প্রকাশ।
করোনার এই পরিস্থিতিতে অসীম হাহাকারে জন্ম নিয়েছে হাজারো কবিতা। প্রতিটি কবিতার আর্তনাদ জ্বলন্ত, যেন প্রকৃতির অভিযোগে, প্রথমবারের মতো সৃষ্টিকর্তা ফিরিয়ে দিচ্ছেন মানুষের প্রার্থনা। তেমনই একটি কবিতা রচিত হয়েছে অভ্র ভট্টাচার্য এর কলমে।
গত ২২ শে মে, শুক্রবার,২০২০ইং সন্ধ্যা ৭ টায় সুর নিকেতনের আয়োজিত কবিতা সন্ধ্যায় অভ্র ভট্টাচার্য এর স্বরচিত কবিতাটি শুনুন তারই কন্ঠে।