• 4 years ago
তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে,Tomake Na Lekha Chithita


তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোনে,
সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা,
সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায়ে তবু কখন এসে,
যদি বলি সে সবই তোমারি
,একা চিঠি একা একা গান।।।
Saiyaan... Saiyaan... Saiyaan।

Category

🎵
Music

Recommended