জেলায় করোনা আক্রান্তে কলকাতা যোগ অব্যাহত! ছাতনার আক্রন্ত প্রৌড়কে পাঠান হল সনকায়, সংস্পর্শে আসারা গেলেন কোয়ারেন্টাইনে।

  • 4 years ago
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় করোনা আক্রান্তের সাথে কলকাতা যোগ অব্যাহত। এক কিশোরের কলকাতা থেকে পাত্রসায়রে মামা বাড়ীতে ফিরে করোনা আক্রান্ত বলে ধরা পড়ার রেশ কাটতে না কাটতেই আজ জোড়া করোনা পজেটিভের খবরে সকাল থেকেই জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই দুই আক্রান্তের এক জন ৬৫ বছরের প্রৌঢ় এবং আর এক জন বছর ২৮ এর যুবক।এরা দুজনেই কলকাতা থেকে ছাতনা ব্লকের নিজের,নিজের গ্রামে ফেরেন।এদের দুজনেরই ১৪ তারিখ লালারস পরীক্ষার জন্য সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তর। তার পর তা পাঠানো হয় ট্রপিক্যালে। ২৩ তারিখ ফলে পজেটিভ ধরা পড়ে। ৬৫ বছরের প্রৌড়কে আজই তড়িঘড়ি গ্রাম থেকে দূর্গাপুরের সনকা হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ২৮ বছরের যুবক কলকাতা থেকে স্ত্রীকে সাথে নিয়ে গ্রামের বাড়ীতে ফেরেন ১৩ মে। তার ও স্ত্রীর দুজনেরই ১৪ তারিখ লালারসের নমুনা পরীক্ষায় পাঠালে যুবকের পজেটিভ আসলেও কিন্তু স্ত্রীর ফল মেলে নেগেটিভ। এদিকে ১৪ আরিখেই ওই যুবক গ্রাম ছেড়ে কলকাতা ফিরে গেছেন।ফলে কলকাতায় তার সংস্পর্শে আসা ব্যক্তিরা এই কদিনে আক্রান্ত হয়েছে কিনা? সেটাও ভাবাচ্ছে স্বাস্থ্য দপ্তরকে। যদিও বাঁকুড়া থেকে কলকাতায় আজ পুরো ঘটনা জানিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে তার পরই ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি, দুই গ্রামেই দুটি পরিবারের লোকজন কে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এবং আর কে,কে, এই দুই আক্রান্তের নিবিড় সংস্পর্শে এসেছেন তারও খোঁজ চলছে পুরোদমে। অন্যদিকে, জেলা জুড়ে এই পরিস্থিতিতে করোনা সতর্কতা বিধি মেনে চলার ওপর নির্ভর করছে জেলার ভবিষ্যৎ। তাই আমাদের আরও সতর্কতার মধ্যে চলতে হবে তা বলাই বাহুল্য।

Recommended