বৈশাখ সংক্রান্তির প্রসাদ খেয়ে অসুস্থ দেড় শতাধিক বাসিন্দা, শহরের মনোহরতলায় চাঞ্চল্য। এলাকায় শিবির করে চিকিৎসা।

  • 4 years ago
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বৈশাখ সংক্রান্তির প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় দেড় শতাধিক মানুষ। আক্রান্তদের মধ্যে পুরুষ, মহিলা সহ বেশ কিছু শিশুও রয়েছে। বাঁকুড়া পুর শহরের ১০ নাম্বার ওয়ার্ডের মনোহরতলা এলাকায় আজ সকাল থেকে বমি,মাথাব্যাথা, পায়খানা উপসর্গ নিয়ে অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। বেলা বাড়ার সাথে,সাথে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। খবর পেয়ে এলাকায় ছুটে যান বিধায়ক শম্পা দরিপা, পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত। পাশাপাশি মেডিকেল টিম এলাকায় শিবির করে শুরু করে চিকিৎসা। গুরুতর অসুস্থদের বাঁকুড়া মেডিকেল ও আঁচুড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে এলাকায় পোঁছন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সরেন, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক, (সদর) ডাঃ আশিষ মন্ডল সহ মেডিকেল টিম।তারা চিকিৎসার তদারকি করেন। তাদের ধারণা সংক্রান্তির প্রসাদে ছোলা,মুডি,শসা খেয়ে, খাদ্যে বিষক্রিয়া ঘটায় এক সাথে এত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, হাসপাতালে ভর্তি যারা আছেন তাদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

Category

🗞
News

Recommended