• 5 years ago
সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি
তোমার কানের সোনা
সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নেব না

ও সুজন সখিরে...
প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই
মনের বদল মন দিতে হয়

প্রেমের কথা জানিনা, মনের বদল করি না
পাড়ের কড়ি লইবা যদি লও

থাকো সখি ঋণী থাকো কড়ি লব না
থাকো সখি ঋণী থাকো কড়ি লব না
সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি
প্রেম ছাড়া প্রাণে বাঁচি না

সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি
তোমার কানের সোনা
সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নেব না

ও ঘাটের মাঝিরে...
ভূতের মুখে রাম নাম আর লইও না
লজ্জা শরম আছে কি বা নাই

রাম শ্যাম জানি না ভূতের বাড়ি চিনি না
তোমায় সখি ঘরে নিবার চাই

তুমি ব্রাহ্মণ হইয়া চাঁদের
পানে হাত বাড়াইয়ো না
ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না
মাঝি গো ও..আমি ফুলের বালা ফুলে
আমার দিকে নজর দিওনা

ও সুজন সখিরে...
প্রেমের হাটে বেচা কেনায় কুল মান নাই
মনের বদল মন দিতে হয়

মনের মত মন মাঝি চেনা বড় দায়
আসল কি বা নকল কারে কয়

যেমন খুশি তেমন করে যাচাই করে লও
তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে লও
সখি গো ও..আমি প্রেমের ঘাটের মাঝি
মাঝ দরিয়ায় নাও ডুবাবো না

সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি
তোমার কানের সোনা
সখি গো,ও..আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নেব না

সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি
তোমার কানের সোনা
সখি গো ও...আমি প্রেমের ঘাটের মাঝি
তোমার কাছে পয়সা নেব না

বাংলার হারিয়ে যাওয়া গান গুলো আপনাদের মাঝে আবার ফিরিয়ে আনা আমাদের উদ্দেশ্য
আমার এই পেইজর গান যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করুন
আর লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন
চেষ্টা করব আরো ভালো ভালো গান উপহার দেওয়ার জন্য

Category

🎵
Music

Recommended